সিরাজগঞ্জে ‘অটোরিকশায় বসা নিয়ে’ বিবাদে এক ব্যক্তির মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে ‘অটোরিকশায় বসা নিয়ে’ বিবাদে ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি জেলা সদরের রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহর হতে কাজ শেষে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে রিকশার আসনে বসাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারা সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সামনে এসে পৌঁছালে রিকশা থেকে নেমে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিরোধে জড়িয়ে পড়া এই দুজনের মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তি এলোপাতারিভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নজরুলকে জখম করে ফেলে রেখে চলে যান।

স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতদেহের শরীরের বুকের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন