চুয়াডাঙ্গায় মাটি বোঝাই ট্রাক্টর দুর্ঘটনায় পড়ে চালক নিহত

বণিক বার্তা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাটের কাছে মাটি বোঝাই দ্রুতগতির ট্রাক্টর দুর্ঘটনাকবলিত হয়ে চালক রাশেদুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালক রাশেদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের সকেরপাড়ার বাসিন্দা মাদার মন্ডলের ছেলে। 

উজিরপুর গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক একরামুল হক নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানান, ইটভাটায় মাটি সরবরাহের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকায় রাশিদুল রাতে বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে তা ট্রাক্টরে বোঝাই করে সারা রাত ইটভাটায় সরবরাহের কাজ করতেন। প্রতিদিনের মত আজ বুধবার ভোরে রাশিদুল হাড়কান্দি গ্রাম থেকে মাটি বোঝাই করে মুন্সীগঞ্জ এলাকার একটি ইটভাটায় সরবরাহ করতে যাচ্ছিল। এ সময় ঘুমের ঘোরে সে দ্রুতগতির ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে ছিটকে ট্রাক্টরটির নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, রাশিদুল ইসলাম মাটি বোঝাই নিজ  ট্রাক্টরের নিচে পড়ে নিহত হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন