সংশোধিত এডিপির বরাদ্দ কমল সাড়ে ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ৬৩ হাজার কোটি টাকা। মূল এডিপির বরাদ্দ লাখ হাজার ১৪৪ কোটি ৭৯ লাখ টাকা থেকে দশমিক ২৬ শতাংশ কমানো হয়েছে। ফলে সংশোধিত এডিপির বরাদ্দ কমানো হয়েছে হাজার ৫০১ কোটি ৭৯ লাখ টাকা।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন দেয়া হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদন এনইসি সভায় উপস্থাপন করা হয়েছে। এনইসির সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সংবাদ সম্মেলনে -সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এডিপি বাস্তবায়ন: ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় হয়েছিল লাখ ৬১ হাজার ৭৪০ কোটি ৬১ লাখ টাকা বা সংশোধিত এডিপির ৮০ দশমিক ৩৯ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে এডিবি বাস্তবায়ন হয়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ। এডিপিতে মোট ব্যয় হয়েছে প্রায় ৬১ হাজার ৪৯ কোটি টাকা। একই সময়ে গত অর্থবছর ব্যয় হয়েছিল প্রায় ৬৮ হাজার ৯৮০ কোটি টাকা বা ৩২ দশমিক শূন্য শতাংশ।

জানা গেছে, স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশন নিজস্ব অর্থায়নে ১১ হাজার ৬২৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন হাজার ৭৫৩ কোটি ৯০ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হাজার ৮৭৫ কোটি টাকা। এর ফলে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির সর্বমোট আকার দাঁড়াবে লাখ হাজার ২৭১ কোটি ৯০ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে সংশোধিত এডিপিতে সর্বমোট হাজার ৭৮৫টি প্রকল্প। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প হাজার ৬৪০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৪৫টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের ১০১টি প্রকল্পসহ ২০২০-২১ অর্থবছরে এডিপির সর্বমোট প্রকল্প হাজার ৮৮৬টি। মূল এডিপিতে অন্তর্ভুক্ত ছিল হাজার ৫৮৪টি প্রকল্প, এর মধ্যে বিনিয়োগ প্রকল্প হাজার ৪৫৯টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ১২৫টি। এছাড়া নতুন অনুমোদিত ১৭২টি প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৫৬টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ১৬টি। চলতি অর্থবছরে মূল এডিপিতে অন্তর্ভুক্ত নেই এমন ২৮টি প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ২৪টি কারিগরি সহায়তা প্রকল্প চারটি।

খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ: পরিবহনে প্রায় ৪৯ হাজার ২১৩ কোটি টাকা (২৪.৯০%), ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ গৃহায়ন খাতে প্রায় ২৬ হাজার ৪৯২ কোটি টাকা (১৩.৪০%), শিক্ষা ধর্মে প্রায় ২৪ হাজার ৫৭২ কোটি টাকা (১২.৪৩%), বিদ্যুৎ খাতে প্রায় ২১ হাজার ৯৪৫ কোটি টাকা (১১.১০%), পল্লী উন্নয়ন পল্লী প্রতিষ্ঠানে প্রায় ১৮ হাজার ২৯০ কোটি টাকা (.২৫%) অন্যদিকে স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা পরিবার কল্যাণে প্রায় ১৪ হাজার ৯২২ কোটি টাকা (.৫৫%), বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় ১১ হাজার ৫৭৬ কোটি টাকা (.৮৬%), কৃষিতে প্রায় হাজার ৭৩৪ কোটি টাকা (.৯১%), পানি সম্পদে প্রায় হাজার ৭০৯ কোটি টাকা (.৩৯%) এবং শিল্পে প্রায় প্রায় হাজার ৫০০ কোটি টাকা (.৭৭%) মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ, প্রায় ৩৪ হাজার ১৭০ কোটি টাকা (১৭.৪১%) এর পরই সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে প্রায় ২৫ হাজার ৭৬১ কোটি টাকা (১৩.১২%) এবং বিদ্যুৎ বিভাগ প্রায় ২১ হাজার ৯৩৫ কোটি টাকা (১১.১৭%)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন