উৎপাদনশীলতা অর্জনে কাজ করে যাচ্ছে শিল্প মন্ত্রণালয় —শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে পরিবেশবান্ধব শিল্পায়ন। শিল্প মন্ত্রণালয় শিল্প খাতের ক্রমবর্ধমান উন্নয়ন উৎপাদনশীলতা অর্জনে উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী গতকাল মুন্সীগঞ্জ জেলার বাস্তবায়নাধীন বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পের অগ্রগতি এবং বর্তমান অবস্থা পরিদর্শনকালে এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি বর্তমান অবস্থা এবং বাস্তবায়নাধীন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সময় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, প্রধান প্রকৌশলী মো. আব্দুল খালেক, প্রকল্প পরিচালক প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন