ইতালির সরকারি ঋণ বেড়েছে ২০%

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর প্রভাবে গত বছর ইতালির সরকারি ঋণের পরিমাণ বেড়েছে ২০ শতাংশের বেশি। গতকাল প্রকাশিত সরকারি উপাত্তে তথ্য উঠে এসেছে। খবর এএফপি।

গত বছর ইতালির মোট সরকারি ঋণ ছিল জিডিপির ১৫৫ দশমিক শতাংশ, যা  ২০১৯ সালে ছিল ১৩৪ দশমিক শতাংশ।

দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইসট্যাট বলছে, ২০২০ সালে ইতালির সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দশমিক ৫৭ ট্রিলিয়ন ইউরো, যা  ২০১৯ সালে ছিল দশমিক ৪১ ট্রিলিয়ন ইউরো।

গতকাল ইসট্যাট কর্তৃক প্রকাশিত মূল্যস্ফীতির একটি অস্থায়ী পরিসংখ্যান মতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালির ভোক্তামূল্য আগের মাসের তুলনায় শূন্য দশমিক শতাংশ আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক শতাংশ বেড়েছে।

করোনার প্রভাবে গত বছর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ইউরোজোনের জিডিপি দশমিক শতাংশ সংকুচিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের করোনা পুনরুদ্ধার তহবিল থেকে ইতালিকে ২০ হাজার কোটি ইউরো সহায়তা দেয়ার কথা রয়েছে। এই সহায়তাকে পুঁজি করে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার আশা করছে দেশটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন