শেষ প্রান্তিকে ৩৬৯% রাজস্ব বেড়েছে জুমের

বণিক বার্তা ডেস্ক

কভিড মহামারীতে অফিস ব্যক্তিগত বা পারিবারিক যোগাযোগে ভিডিও কনফারেন্সের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অত্যন্ত সফল একটি বছর পার করেছে জুম। গত সোমবার কোম্পানিটি তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬৯ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে তারা।

এমনকি সারা বিশ্বে কভিড টিকা প্রয়োগ শুরু হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জনজীবন দ্রুতই স্বাভাবিকতায় ফেরার সম্ভাবনা দেখা দেয়ার পরও চলতি বছর কোম্পানির আয় ৪০ শতাংশ বাড়বে বলে আশা করছে জুম।

জুমের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এরিক ইউয়ান এক বিবৃতিতে বলেন, চতুর্থ প্রান্তিকের হিসাব ধরে বলা যায় আমরা চমত্কার একটি বছর পার করলাম।

গত ৩১ জানুয়ারি সমাপ্ত প্রান্তিকে জুমের রাজস্ব এসেছে ৮৮২ দশমিক মিলিয়ন ডলার। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩৬৯ শতাংশ বেশি। অবশ্য গত বছরের ওই সময় বিশ্বে কোনো মহামারী ছিল না বা ভিডিও কনফারেন্সিং অতটা প্রয়োজনীয় বা জনপ্রিয় হয়ে ওঠেনি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রান্তিকে জুমের নিট আয় ২৬০ দশমিক মিলিয়ন ডলার। যেখানে গত বছর একই সময় ছিল ১৫ দশমিক শতাংশ।

জুম জানিয়েছে, জানুয়ারির শেষে তাদের মোট সক্রিয় গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৬৭ হাজার ১০০। প্রত্যেক গ্রাহকের কমপক্ষে ১০ জন করে কর্মী রয়েছে। গ্রাহক বৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় ৪৭০ শতাংশ বেশি।

চলতি প্রান্তিকে জুম ৯০০ মিলিয়ন থেকে ৯০৫ মিলিয়ন ডলার রাজস্ব আয়ের আশা করছে। আর বছর রাজস্ব আয়ের লক্ষ্য দশমিক বিলিয়ন ডলার।

এদিকে আর্থিক প্রতিবেদন প্রকাশের পর পরই জুমের শেয়ারের দাম শতাংশেরও বেশি বেড়ে গেছে। সূত্র: এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন