যাত্রীদের ডিজিটাল ম্যাগাজিন দেবে নিপ্পন এয়ারওয়েজ

বণিক বার্তা ডেস্ক

ছাপা পত্রিকার পরিবর্তে যাত্রীদের ডিজিটাল ম্যাগাজিন দেয়ার উদ্যোগ নিচ্ছে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ কো (এএনএ) কার্বন নির্গমন কমাতে সংস্থাটি উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়। খবর কিয়োডো।

এএনএ বলছে, পদক্ষেপের মাধ্যমে উড়োজাহাজ আগের চেয়ে তুলনামূলক হালকা হবে। এছাড়াও জ্বালানি বেঁচে যাওয়ার কার্বন নির্গমন কমবে। ফলে প্রতি বছর ১০ হাজার ৬৯০ টন কার্বন নির্গমন থেকে বিশ্বকে বাঁচানো সম্ভব হবে। ডিজিটালাইজেশনের প্রক্রিয়ায় বছরে প্রায় হাজার ৫৪০ টন কাগজের ব্যবহার কমানোর মাধ্যমে প্রায় ৫০ লাখ ডলার খরচ কমবে বলে মনে করছে সংস্থাটি।

এএনএ সংশ্লিষ্ট সূত্র জানায়, মহামারীর কারণে উড়োজাহাজ সংস্থাটি তাদের ফ্লাইট চলাকালীন সময়ের প্রকাশনাগুলোকে ডিজিটালাইজ করার পরিকল্পনা করেছে। সেই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে কাজে নিযুক্ত জনশক্তির ২০ শতাংশ কমিয়ে ফেলবে তারা।

এরই মধ্যে নিপ্পন এয়ারওয়েজের সুবাসা গ্লোবাল উইংস ম্যাগাজিনটি অনলাইনে পাওয়া যাচ্ছে। এয়ারলাইন্সের মোবাইল অ্যাপসে পাওয়া যাবে আগামী এপ্রিল সংখ্যা। তবে যাত্রীদের পছন্দের বিষয়টি বিবেচনায় ছোট সাইজের কিছু বুকলেট দেয়ার কথা জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন