আইডিএলসি ছাড়ছেন আরিফ খান

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরিফ খান।  এরই মধ্যে তিনি প্রতিষ্ঠানটির পর্ষদের কাছে তার পদ্যত্যাগপত্র জমা দিয়েছেন। অবশ্য পর্ষদ কর্তৃক এখনো তার পদত্যাগপত্র গৃহীত হয়নি।

আইডিএলসির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফ খান দীর্ঘদিন ধরেই করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি নিজেই উদ্যোক্তা হিসেবে আর্থিক খাতে কাজ করতে চান। আর এ কারণেই আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালে বিএসইসির কমিশনার হিসেবে যোগ দেয়ার আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স ছেড়ে গিয়েছিলেন। সেসময় তিনি জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেড নামে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গড়ে তোলেন। আইডিএলসি থেকে এবার পদত্যাগ করার পর তিনি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আর্থিক খাতের ব্যবসায় উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ত হবেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন