সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় শিশুসহ ৭ জন নিহত

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজবাড়ী: জেলা শহরের নুরপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে রুহুল আমীন নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে দুর্ঘটনা ঘটে। রুহুল আমীন রাজবাড়ী পৌরসভার নুরপুর এলাকার আজিজুর রহমানের ছেলে রাজারবাড়ী লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার তথ্য নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় ট্রাক খাদে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রোয়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরন্নবী প্রধান বলেন, ঢাকা থেকে নাটোরগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় সুলতান আহমেদ (৩৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। সুলতান আহমেদ উপজেলার তুলাপাবই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হামিদপুর এলাকায় একটি বালিবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে চালক সুলতান ঘটনাস্থলেই নিহত হন। পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানচাপায় নুরেজা আক্তার (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকালে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালককে আটক করে পুলিশ। ওই নারী বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম।

চট্টগ্রাম: সীতাকুণ্ডু উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তৌহিদুল ইসলাম উপজেলার ফকিরহাট সাদেক মস্তান (.) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমির ফারুক বলেন, শনিবার রাতে ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন স্কুলশিক্ষক জাফর।

টাঙ্গাইল: মধুপুরে বাসচাপায় ইউসুফ আলী সওদাগর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার গোলাবাড়ী ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। ইউসুফ আলী উপজেলার আঙ্গিনাপাড়া এলাকার রবি সওদাগরের ছেলে। মধুপুর থানার এসআই হুমায়ন ফরিদ বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজ এলাকায় পৌঁছলে ধনবাড়ীগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের চাপায় ঘটনাস্থলে ইউসুফ আলী নিহত হন।

ঝিনাইদহ: সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় শেখ আব্দুর রাজ্জাক টুলু (৪৮) নামে এক রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে দুর্ঘটনা ঘটে। টুলু সদর উপজেলার বাজিতপুর গ্রামের আবু তালেব শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, টুলু রাস্তা দিয়ে হেঁটে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। সময় কালা লক্ষ্মীপুরের হাবিবের ছেলে রাব্বির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন