পঞ্চম ধাপের পৌর নির্বাচন নৌকা প্রতীকের জয়জয়কার

বণিক বার্তা ডেস্ক

সারা দেশে গতকাল পঞ্চম ধাপে ২৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সর্বশেষ পাওয়া খবর অনুসারে সাতটি পৌরসভার মধ্যে ছয়টিতেই জয়লাভ করেন আওয়ামী লীগ প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো খবর

জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২৪ হাজার ৪০৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যক্ষ শামছুল হক পেয়েছেন হাজার ১৬১ ভোট।

জয়পুরহাট নির্বাচনে পাঁচ মেয়রপ্রার্থী, ৭০ কাউন্সিলরপ্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বগুড়া: বিপুল ভোটের ব্যবধানে বগুড়া পৌরসভায় আবারো মেয়র নির্বাচিত হলেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। গতকাল ইভিএমে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রতীক নিয়ে তিনি বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৮২ হাজার ২১৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ৫৬ হাজার ৯০টি ভোট।

ভোলা: শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ভোলা চরফ্যাশন পৌর নির্বাচন। এতে দুটি পৌরসভায়ই মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল সন্ধ্যায় ভোটগণনা শেষে রিটার্নিং অফিস থেকে তথ্য পাওয়া গেছে। ভোলা পৌরসভায় মেয়র পদে মোহাম্মদ মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন। তিনি নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। অন্যদিকে চরফ্যাশন পৌরসভায় প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মো. মোরশেদ।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। গতকাল সন্ধ্যা ৭টার দিকে জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কালীগঞ্জ পৌরসভায় ১৯ হাজার ৩২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মাহাবুবার রহমান পেয়েছেন হাজার ৭৪ ভোট। মহেশপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকাপ্রার্থী আব্দুর রশিদ খান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৯৮ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু পেয়েছেন হাজার ৫৫ ভোট।

বারইয়ারহাট (চট্টগ্রাম): বারইয়ারহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম খোকন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. দিদারুল আলম মিয়াজি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন জানান, নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন হাজার ৮৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. দিদারুল আলম মিয়াজি পেয়েছেন ১৩১ ভোট। হাজার ৭৪৭ ভোট ব্যবধানে নৌকার প্রার্থী রেজাউল করিম খোকন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন