ভারতে ট্যাবলেট সরবরাহ বেড়েছে ১৫%

বণিক বার্তা ডেস্ক

গত বছর তথ্যপ্রযুক্তি পণ্যের অন্যতম বাজার ভারতে ট্যাবলেট ডিভাইস সরবরাহ ২৮ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় ১৪ দশমিক শতাংশ বেশি। এর আগে বাজারটিতে টানা চার বছর ট্যাবলেট সরবরাহ কমতে দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইটি টেলিকম।

প্রতিবেদন অনুযায়ী, পৃথকভাবে ভারতে ভোক্তা পর্যায়ে ট্যাবলেটের সরবরাহ বেড়েছে ৫৯ দশমিক শতাংশ। গত বছর নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ মহামারী ঠেকাতে ঘোষিত লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। যে কারণে এন্টারপ্রাইজ সেগমেন্টে ট্যাবলেট ডিভাইসের সরবরাহ কমেছে ১৪ দশমিক শতাংশ।

টানা চার বছর কমার পর গত বছর ভারতে ট্যাবলেট ডিভাইসের সরবরাহ প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে চলমান মহামারীতে -লার্নিংয়ের চাহিদা বৃদ্ধি। গত বছর শিক্ষা খাতে ট্যাবলেট সরবরাহে ভারতে দশমিক শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির মুখ দেখেছে চীনভিত্তিক লেনোভো। বর্তমানে সামগ্রিকভাবে ভারতের ট্যাবলেট ডিভাইস বাজারের ৩৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে লেনোভো। ২০১৯ সালে বাজারটিতে লেনোভোর দখল ছিল ৪২ শতাংশ। ভারতের ট্যাবলেট বাজারের ৩২ ১৩ শতাংশ দখলে নিয়ে গত বছর দ্বিতীয় তৃতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে যথাক্রমে স্যামসাং অ্যাপল। এক বছর আগে বাজারটিতে দুই প্রতিষ্ঠানের দখল ছিল যথাক্রমে ১৯ ১৩ শতাংশ। গত বছর ভারতের ট্যাবলেট ডিভাইস বাজারের শতাংশ দখলে নিয়ে চতুর্থ পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছে যথাক্রমে আইবল হুয়াওয়ে। এর আগের বছর বাজারটিতে দুই প্রতিষ্ঠানের দখল ছিল যথাক্রমে ১৫ শতাংশ। গত বছর ভারতের ট্যাবলেট ডিভাইস বাজারে অন্য ব্র্যান্ডগুলোর দখল আগের বছরের তুলনায় শতাংশ কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে।

আইডিসির দাবি, গত বছর ভারতে যত সংখ্যক ইউনিট ট্যাবলেট সরবরাহ হয়েছে, তার ৫০ শতাংশই ছিল বাজেট সেগমেন্টের। ৩০০ ডলার বা তার কিছু বেশি দামের ট্যাবলেট ডিভাইস সরবরাহে গত বছর দেশটিতে ৭২ দশমিক শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

ভারতের ক্রমবর্ধমান ট্যাবলেট ডিভাইস বাজারে আইবলকে হটিয়ে তৃতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ২০১৯ সালের তুলনায় গত বছর বাজারটিতে প্রতিষ্ঠানটির ট্যাবলেট ডিভাইস সরবরাহ বেড়েছে ১৩ শতাংশ। গত বছর শুরু থেকে ডিভাইস উৎপাদন নিয়ে জটিলতায় পড়ে অ্যাপল। যে কারণে ভারতের বাজারে অ্যাপলের ট্যাবলেট সরবরাহ ঘাটতি দেখা দেয়। অবশ্য গত বছরের দ্বিতীয়ার্ধে নতুন ডিভাইস উন্মোচনের মাধ্যমে সরবরাহ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।

ভারতের ট্যাবলেট বাজারে চতুর্থ অবস্থানে নেমেছে আইবল। গত বছর বাজারটিতে এক বছর আগের তুলনায় ব্র্যান্ডটির সরবরাহ কমেছে ৬৯ দশমিক শতাংশ। অন্যদিকে চীনভিত্তিক হুয়াওয়ে ভারতের ট্যাবলেট ডিভাইস বাজারে পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে। গত বছর দেশটিতে ব্র্যান্ডটির ট্যাবলেট সরবরাহ আগের বছরের তুলনায় তিন গুণ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন