আগামীকাল থেকে ৫ অভয়াশ্রমে ইলিশসহ সব মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাটকা সংরক্ষণে আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত একমাস দেশের ৬টি জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আজ রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, এ সময় সারাদেশে ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং মজুদও নিষিদ্ধ থাকবে। চাঁদপুর, বরিশাল, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর জেলায় এ পাঁচটি অভয়াশ্রমের অবস্থান। জাটকা সংরক্ষণের অংশ হিসেবে প্রতি বছর এই সময় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা না মানলে শাস্তির বিধান রয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস জাটকা আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সরকার মানবিক সহায়তা দিয়ে থাকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন