স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান শুরু হবে।

গতকাল আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আগামী ৩০ মার্চ প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেব। আমরা আগেও বলেছি, শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিদ্যালয়ে আনা হবে। প্রাথমিকের ক্ষেত্রে শুরুতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে পাঁচদিন করে বিদ্যালয়ে আনা হবে। একইভাবে মাধ্যমিকে দশম উচ্চ মাধ্যমিকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন করে শ্রেণীকক্ষে আনা হবে। তবে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের শুরুর দিকে সপ্তাহে একদিন, এর কিছুদিন পর সপ্তাহে দুইদিনএভাবে পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে নিয়ে যাব। তবে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের আপাতত বিদ্যালয়ে আনা হবে না। পরবর্তী সময়ে পরিস্থিতির আলোকে তাদের আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য প্রস্তুতি এরই মধ্যে নেয়া হয়েছে। এখন আশা করছি, শিক্ষক-কর্মচারীদের টিকা দেয়ার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সমাপ্ত করতে পারব।

রোজার ছুটি বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, রোজার সময় পুরো সময়ে ছুটি থাকবে না। এমনিতেই অনেক সময় চলে গেছে। আমরাও ছোটবেলায় দেখেছি, শুধু ঈদের সময় ছুটি থাকত। এবারো আমরা তেমনটা করতে চাই। আর শিক্ষার্থীদের মধ্যেও দীর্ঘদিন ধরে ঘরে থাকতে থাকতে একগুঁয়েমি চলে এসেছে। আশা করছি, তাদেরও স্কুলে আসতে কোনো সমস্যা হবে না।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল আজ রোববার পর্যন্ত। অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল-কলেজ খোলা হবে কিনা এবং সেই পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা তা পর্যালোচনা করার জন্য গতকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় বৈঠক। সেখানেই মূলত সিদ্ধান্ত হয়। এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে। অবস্থায় স্কুল-কলেজ কবে খুলবে, সে বিষয়ে প্রশ্ন ছিল সবারই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন