স্থগিত থাকা ৩৭তম এজিএম সম্পূর্ণ করবে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

পূবালী ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থগিত থাকা এজেন্ডা (পরিচালক নির্বাচন/পুনর্নির্বাচন) নিয়ে পর্যালোচনা সম্পন্ন করার অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ আগামী ১৮ মার্চ সকাল সাড়ে ১০টায় এজিএমের অমীমাংসিত বিষয়গুলোর পর্যালোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পূবালী ব্যাংকের মিলনায়তনে সশরীরে উপস্থিত থাকার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও এজিএমে অংশ নেয়া যাবে।

উল্লেখ্য, পূবালী ব্যাংকের ৩৭তম এজিএমের আগের অংশ অনুষ্ঠিত হয় গত বছরের ৩০ জুলাই। এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল জুলাই।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পূবালী ব্যাংক। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৫৩ পয়সা (পুনর্মূল্যায়িত) সে বছরের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ৬২ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন