ব্রিটিশ মন্ত্রীর ভার্চুয়াল সভায় ঢাবি উপাচার্যের অংশগ্রহণ

যুক্তরাজ্য সরকারের ১০০ মিলিয়ন পাউন্ডের ট্যুরিং শিক্ষা প্রকল্প-সংক্রান্ত এক ভার্চুয়াল সভা সম্প্রতি যুক্তরাজ্যের মিনিস্টার ফর ইউনিভার্সিটিজ মিশেল ডোনেলান এমপির সঙ্গে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামানসহ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল সদস্যরা যোগ দেন।

যুক্তরাজ্য সরকার শিক্ষা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষার বৈশ্বিক সুযোগ-সুবিধার উন্নয়ন এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিভিন্ন নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি করবে।

যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য এসিইউর ভাইস-চেয়ার অধ্যাপক কলিন রিঅর্ডানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসিইউর কাউন্সিল সদস্যসহ বিশ্বের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন