বন্ডের বিপরীতে কমছে স্বর্ণের দাম

বণিক বার্তা ডেস্ক

দাম কমতে কমতে স্বর্ণের দাম আট মাসের সর্বনিম্নে নেমে এসেছে। প্রণোদনার হাত ধরে মার্কিন অর্থনীতি চাঙ্গা এবং মূল্যস্ফীতি বাড়বে সম্ভাবনায় ট্রেজারি ইল্ড মহামারীপূর্ব সময়ের মাত্রায় উঠে এসেছে। গত শুক্রবার স্পট গোল্ডের দাম দশমিক শতাংশ বেড়ে আউন্সপ্রতি হাজার ৭২০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ফিউচারস মার্কেটে স্বর্ণ বিক্রি হচ্ছে আউন্সপ্রতি হাজার ৭২৭ ডলারে। খবর মাইনিং ডটকম।

চলতি বছর বৈশ্বিক অর্থনীতি যতটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ততটাই মন্দা দেখা দিয়েছে স্বর্ণের দামে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছেন যে অন্যান্য কাঁচামালের দাম বাড়িয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বাড়তি দামে প্রতিবন্ধকতা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো পরিকল্পনা নেই।

কমার্জব্যাংকের বিশ্লেষক ক্রাস্টেন ফ্রিটস বলেন, কমোডিটি মার্কেটের বোর্ডভিত্তিক কার্যক্রম ক্রমাগতই স্বর্ণকে পাশ কাটিয়ে যাচ্ছে। সেই সঙ্গে মার্কিন বন্ডের দরবৃদ্ধির ফলে পাওয়েলের আশ্বাস স্বর্ণের দরবৃদ্ধিতে কোনো ভূমিকা রাখবে না বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন