প্রাক-ক্রয়াদেশের জন্য উন্মুক্ত ‘ইনফিনিক্স নোট৮ আই’

নিজস্ব প্রতিবেদক

দেশের স্মার্টফোনপ্রেমীদের অনন্য গেমিং ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে ইনফিনিক্স নিজেদের নোট আই মডেল উন্মোচন করেছে। ১৪ হাজার ৯৯০ টাকা দামের ফোনটির জন্য গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং দারাজে প্রাক-ক্রয়াদেশ দেয়া যাচ্ছে।

ইনফিনিক্সের নোট সিরিজের নতুন ফোনে রয়েছে দশমিক ৭৮ ইঞ্চির ইনফিনিটি-জিরো ডিসপ্লে। ডিভাইসটির ডিসপ্লের রেজল্যুশন ৭২০ী১৬৪০ পিক্সেল। এতে ব্যবহূত হয়েছে অক্টা-কোর হেলিও জি ৮০ মডেলের প্রসেসর এবং মিডিয়াটেক হাইপারইঞ্জিন গেমিং টেকনোলজি। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ডিভাইসটির পাওয়ার ম্যারাথন ফিচার ব্যবহারকারীকে বার বার চার্জ না দিয়ে এক চার্জে দীর্ঘক্ষণ ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

ইনফিনিক্স নোট৮ আই ফোনে ৪৮, মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফির জন্য আছে মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।  গিগাবাইট র‍্যামের ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন