ইউরোপের পর্যটনকেন্দ্র পর্তুগালের রেকর্ড জিডিপি সংকোচন

গত বছর ১৯৩৬-পরবর্তী সর্বোচ্চ সংকোচনের মধ্য দিয়ে  গেছে ইউরোপের অন্যতম পর্যটনকেন্দ্র পর্তুগাল। করোনা মহামারীর কারণে বৈশ্বিক পর্যটন ধুঁকতে থাকায় গত বছর ক্ষতিগ্রস্ত হয়েছে সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। পর্তুগালের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইনস্টিটিউট (আইএনই) গতকাল জানায়, ২০২০ সালে দেশটির জিডিপি সংকুচিত হয়েছে দশমিক শতাংশ। ২০১২ সালে আন্তর্জাতিক বেইলআউটের অংশ হিসেবে কৃচ্ছ্রনীতি অনুসরণ করায় দেশটির অর্থনীতি যে দশমিক শতাংশ সংকোচনের মধ্য দিয়ে গিয়েছিল, তার চেয়ে দ্বিগুণ সংকোচন দেখল এবার। পর্তুগালের অর্থনীতিতে ১৫ শতাংশ অবদান পর্যটনের, যা গত বছর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের শেষ প্রান্তিকের আগে শূন্য দশমিক শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও নতুন প্রাক্কলনে শূন্য দশমিক শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস আইএনইর। তৃতীয় প্রান্তিকে অবশ্য ১৩ দশমিক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল পর্তুগাল। চলতি বছরের জন্য পর্তুগালের প্রবৃদ্ধি পূর্বাভাস দশমিক শতাংশ। তবে অর্থ মন্ত্রণালয় সতর্ক করে বলছে, দেশব্যাপী চলমান লকডাউনে চলতি বছরের প্রথমার্ধে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন