সদ্য স্নাতক নিয়োগ ৯০% কমাবে জেএএল

২০২২ অর্থবছরে সদ্য স্নাতক কর্মী নিয়োগ ৯০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে জাপান এয়ারলাইনস (জেএএল) করোনা মহামারীর প্রভাবে ভ্রমণ চাহিদার ওপর প্রভাব অব্যাহত থাকায় সিদ্ধান্ত নিয়েছে জাপানের শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থাটি। ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া পরবর্তী অর্থবছরে মাত্র ২০০ সদ্য স্নাতক কর্মী নিয়োগ দেবে জেএএল। আন্তর্জাতিক ফ্লাইট ৮০ শতাংশ কমায় জাপানি উড়োজাহাজ সংস্থাটি নিশ্চিত নয় কবে মহামারী নিয়ন্ত্রণে আসবে। জেএএলের প্রধান প্রতিদ্বন্দ্বী অল নিপ্পন এয়ারওয়েজও  (এএনএ) আগামী বছরে মাত্র ২০০ সদ্য স্নাতক নিয়োগ দেবে। কিয়োদো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন