মান্নান হীরা স্মরণে ‘মরমী নাট্যমেলা’ উৎসবের শেষ দিন আজ

ফিচার প্রতিবেদক

দেশের মঞ্চনাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নাট্যকার মান্নান হীরার নামটি। প্রখ্যাত নাট্যকারের স্মরণে চলছে চার দিনব্যাপী মরমী নাট্যমেলা আজ উৎসবের শেষ দিন। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে সিরাজগঞ্জ নাট্যদল প্রযোজিত ধীবর গাঁথা মান্নান হীরা রচিত নাটকটির নিদের্শনায় আছেন আইরিন পারভিন লোপা। চার দিনব্যাপী মরমী নাট্যমেলায় অংশ নিয়েছে আরণ্যক নাট্যদল, সময় নাট্যদল, উৎস নাট্যদল সিরাজগঞ্জের নাট্যলোক।

আয়োজকদের তথ্যমতে, স্মরিবার তরে রহিয়াছি মোরা গাহিতে তোমার জয়গান শিরোনামে ২৫ ফেব্রুয়ারি বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। উৎসবের আয়োজক উৎস নাট্যদল। উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজীদ, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক তপন হাফিজ ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎস নাট্যদলের প্রধান উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম সরকার।

উদ্বোধন শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হয় মান্নান হীরা রচিত উৎস নাট্যদল প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক স্বর্ণজনীন নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমরান হোসেন ইমু। দ্বিতীয় দিন ময়ূর সিংহাসন তৃতীয় দিন ভাগের মানুষ মঞ্চ নাটক প্রদর্শিত হয়। উল্লেখ্য, গত বছর ২৩ ডিসেম্বর প্রয়াত হন দেশের অন্যতম নাট্যকার মান্নান হীরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন