ছুটির দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

বণিক বার্তা ডেস্ক

সাপ্তাহিক ছুটির দিন গতকাল দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন, বগুড়ায় ছয়, ময়মনসিংহ বরিশালে দুজন করে, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ শেরপুরে একজন করে নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর

সিলেট: গতকাল সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো অন্তত ২০ জন।

নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান খান (২৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন (৫০), সাগর (১৯), সিলেটের ওসমানীনগরের মঞ্জুর আহমদ মঞ্জু (৩৫), একই উপজেলার জাহাঙ্গির হোসেন (৩০), ডা. ইমরান খান রুমেল (৩৮), সুনামগঞ্জের ছাতকের রহিমা বেগম (৩৪) সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল (৪৫)

নিহতদের মধ্যে মঞ্জু এনা পরিবহনের চালক জাহাঙ্গির তার সহযোগী। নুরুল আমিন লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার আর ডা. ইমরান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক। দুর্ঘটনায় আহতদের মধ্যে ইমরানের স্ত্রী ডা. অন্তরাও রয়েছেন। বিসিএস পরীক্ষা দিতে তিনি স্বামীর সঙ্গে গতকাল সকালে ঢাকা যাচ্ছিলেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ঢাকাগামী এনা পরিবহনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরো চারজন মারা যান।

দুর্ঘটনার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকার বলেন, গাড়ি সবসময় রাস্তায় বাঁ পাশ দিয়ে চলার কথা। কিন্তু দুর্ঘটনাকবলিত লন্ডন এক্সপ্রেস বাঁ পাশ ছেড়ে ডান পাশে চলে যায়। ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা এনা বাসকে ধাক্কা দেয়। গতকাল সকালে খুব বেশি কুয়াশা ছিল না। ধারণা করছি, ব্রিজ ক্রস করতে

গিয়ে লন্ডন এক্সপ্রেসের চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ভুল ট্র্যাকে চলে যায়। কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

বগুড়া: জেলার শাজাহানপুর দুপচাঁচিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়াতে বাসের ধাক্কায় চারজন এবং দুপচাঁচিয়াতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হন। শাজাহানপুরে দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশা চালক শাহ জামাল (৩৪), কালিদাস (৭২), সুদয় কুমার মহন্ত (৪০) ব্যবসায়ী মো. হারেছ (৪০)

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনিও মারা যান।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, গতকাল বেলা আড়াইটায় বগুড়া-নওগাঁ সড়কের টিশিগারি এলাকায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হন। নিহতরা হলেন ইজিবাইকের চালক রাসেল (৩৫) বেলাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৫)

ময়মনসিংহ: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়ায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন খরিয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (৩২) বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহীদুল কায়সার রনি (৩২)

ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মেকিয়ারকান্দা বাজারের কাছে ময়মনসিংহ থেকে ধোবাউড়াগামী রডবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ছিটকে ট্রাকের নিচে পড়লে ঘটনাস্থলেই জাহিদ হাসান রাসেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শহীদুল কায়সার রনিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল: গতকাল সকাল ১০টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুতে বালিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে মো. শরীফ মাতুব্বর (২০) একই বাড়ির ইউসুফ আলীর ছেলে আল আমীন (২০)

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ওই দুই যুবক চরমোনাই মাহফিলের উদ্দেশে যাওয়ার পথে দপদপিয়া সেতু অতিক্রমকালে বিপরীতমুখী বালিবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা: গতকাল সকালে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামে ব্যাটারিচালিত পাখিভ্যান উল্টে শিপন আলী (৩২) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল গাফফার জানান, সকালে পাখিভ্যান চালিয়ে ঘোলদাড়ী বাজারে যাচ্ছিলেন শিপন আলী। ওই ভ্যানে একজন নারী শিশু ছিল। আইলহাঁস গ্রামে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে ভ্যানটির। এতে গুরুতর আহত হন শিপন আলী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হবিগঞ্জ: গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জের কলিমনগরে বাসের ধাক্কায় আবদুর রহমান সোহাগ (১৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোহাগ চুনারুঘাট উপজেলার হাসেরগাঁও গ্রামের আজিজুল হকের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, দুপুরে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি বাস কলিমনগর এলাকায় ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আবদুর রহমান সোহাগের মৃত্যু হয়।

শেরপুর: গতকাল সকাল ৭টার দিকে শেরপুর-জামালপুর মহাসড়কের সার্কিট হাউজের পাশে পণ্যবাহী ট্রাকের চাপায় আমেনা পারভিন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শহরের বাগরাকশা মহল্লার প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকির স্ত্রী।

শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গা থেকে শেরপুরগামী একটি ট্রাক জেলা সার্কিট হাউজের সামনে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। সময় সকালে হাঁটতে বের হওয়া আমেনা বেগম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন