চলতি মৌসুমে ভারতে রেকর্ড গম ও চাল উৎপাদনের পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর রেকর্ড ১০ কোটি ৯২ লাখ ৪০ হাজার টন গম উৎপাদন করতে যাচ্ছে ভারত। কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত উপাত্তে আরো দেখা গেছে, দেশটির চাল উৎপাদন দশমিক শতাংশ বেড়ে ১২ কোটি লাখ ২০ হাজার টনে দাঁড়াবে। কিন্তু সরকারি গুদামঘরগুলোয় স্থানস্বল্পতায় উৎপাদিত ফসল বৃষ্টি ইঁদুরে নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

ভারতের কৃষি কৃষক কল্যাণ মন্ত্রণালয় তাদের দ্বিতীয় পূর্বাভাসে জানায়, চলতি মৌসুমে বিশ্বের দ্বিতীয় গম উৎপাদনকারী দেশ ভারতের গম উৎপাদন দশমিক শতাংশ বাড়তে পারে। অন্যদিকে চাল উৎপাদন বাড়বে দশমিক শতাংশ। চাল উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় হলেও রফতানিতে প্রথম।

কৃষি কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের পূর্বাভাস, চলতি মৌসুমে ভারতের শস্য উৎপাদন রেকর্ড ৩০ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টনে দাঁড়াতে পারে। গত মৌসুমে যেখানে উৎপাদন হয়েছিল ২৯ কোটি ৭৫ লাখ টন।

চলতি মৌসুমে সরিষা উৎপাদন হতে পারে কোটি লাখ টন। গত বছর যেখানে শীতকালীন প্রধান তেলবীজটির উৎপাদন হয়েছিল ৯১ লাখ টন। ছোলাবুট উৎপাদন হতে পারে কোটি ১৬ লাখ ২০ হাজার টন। গত মৌসুমে যেখানে উৎপাদন হয়েছিল কোটি ১০ লাখ হাজার টন।

সরিষা ছোলাবুটের ফলন ভালো হলে ব্যয়বহুল ভেজিটেবল অয়েল ডাল আমদানি কমে। ভারতের বাজারে সাধারণত ভেজিটেবল অয়েল ডালের ঘাটতি দেখা যায়। কুকিং অয়েল প্রোটিনসমৃদ্ধ ডালের শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে ভারত।

উচ্চফলনশীল বীজের পাশাপাশি অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে গম ধানের রেকর্ড ফলন হতে পারে ভারতে।

এদিকে গুদামঘরগুলো শস্যে ভরপুর থাকায় নতুন মৌসুমের শস্য কতটুকু জায়গা দিতে পারবে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আগামী মাস থেকে ফসল তোলা শুরু হলে তা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ইঁদুরের হামলার শিকার হতে পারে।

বাম্পার ফসল উৎপাদন সত্ত্বেও চলতি মৌসুমে কৃষকদের অসন্তোষের মুখোমুখি দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। গত সেপ্টেম্বরে চালু করা তিনটি নতুন কৃষি আইনের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন লাখো কৃষক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন