ইন্টারনেটের মান বিবেচনায় সেরা ও সবচেয়ে খারাপ দেশ

অবিশ্বস্ত ইন্টারনেট ব্যবস্থা একটি কর্মদিবস নষ্টের জন্য যথেষ্ট। শুধু তা- নয়; অবিশ্বস্ত ইন্টারনেট ব্যবস্থা একটি কোম্পানির ব্যবসা কিংবা পণ্যের সম্প্রসারণের বড় প্রতিবন্ধকতা হতে পারে। অসামান্য ইন্টারনেট মানের দেশগুলো সাধারণত নাগরিক এবং তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য অবকাঠামোকে সম্পদ হিসেবে বিবেচনা করে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) প্রোভাইডার সার্ফশার্কের তথ্যমতে, অসামান্য ইন্টারনেট সেবাদানে ৮৫টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। স্ক্যান্ডিনেভিয়ান এবং বেনেলাক্সভুক্ত দেশগুলোও নিরবচ্ছিন্ন সর্বোচ্চ মানের ইন্টারনেট সেবাদানে সার্ফশার্কের তালিকায় ওপরের দিকে রয়েছে। অন্যদিকে সর্বনিম্ন মানের ইন্টারনেট সেবাদানকারী দেশগুলোর তালিকায় সবার আগে রয়েছে শ্রীলংকা। এর পরের অবস্থানেই রয়েছে ফিলিপিন্স। দ্য এশিয়া ফাউন্ডেশনের তথ্যমতে, দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় ইন্টারনেট সেবার মান উন্নয়নে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন