চট্টগ্রামে ব্যবসায়িকে হত্যার অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলায় রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহকে (১৯) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। 

গত বৃহস্পতিবার দিবগত রাতে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা বলে জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, গত ৩০ ডিসেম্বর লোহাগাড়ার দরবেশ হাটের সওদাগরপাড়া এলাকায় নিজের গরুর খামার থেকে লোহাগাড়া সদরের বটতলীর ভাড়া বাসায় ফেরার সময় নিখোঁজ হন আনোয়ার হোসেন। এরপর গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ব্যবসায়ী এবং জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন হত্যায় প্রধান অভিযুক্ত রোহিঙ্গা যুবক মাহমুদুল্লাহকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মাহমুদুল্লাহ আনোয়ার হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন