ডিজিটাল আইনে গ্রেফতার মুশতাক আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ মারা গেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। কারা সূত্র বণিক বার্তাকে তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন মুশতাক আহমেদ। র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

মুশতাক আহমেদের বয়স হয়েছিল ৫৩ বছর। কারাগার সূত্রে জানা গিয়েছে, তিনি কারাগারে মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি ডিজিটাল? নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের মে মাসে রমনা থানায় মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে র্যাব তিনটি মামলা করে।

গত সেপ্টেম্বরে মামলায় দিদারুল ভূঁইয়া জামিনে মুক্তি পান। কার্টুনিস্ট কিশোর লেখক মুশতাকের জামিন হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন