একদিনে পৌনে দুই লাখ মানুষ টিকা নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

গতকাল করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচির ১৬তম দিনে লাখ ৮১ হাজার মানুষ টিকা নিয়েছেন। এদিন দেশে করোনাভাইরাসের সংক্রমণে গতকাল আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। সময় নতুন ৪১০ জন কভিড-১৯ পজেটিভ হয়েছেন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা যায়।

এদিকে সারা দেশে গণটিকাদান কার্যক্রমের ১৬তম দিনে গতকাল লাখ ৮১ হাজার ৪৩৯ জন করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন। পর্যন্ত সারা দেশে ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন কভিড-১৯ প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন। এদের ৬৯৬ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

গতকাল ঢাকা মহানগরীর ৪৭টি টিকাদান কেন্দ্রে ৩০ হাজার ৩৫১ জনকে টিকা দেয়া হয়েছে। বিভাগভিত্তিক টিকা নিয়েছেন ঢাকায় ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহে হাজার ২৩৩, চট্টগ্রামে ৩৩ হাজার ৮৬৭, রাজশাহীতে ১৮ হাজার ২১৬, রংপুরে ১৬ হাজার ৭০১, খুলনায় ২৬ হাজার ১৮৬, বরিশালে হাজার ৫১ এবং সিলেটে হাজার ৯৪১ জন। এর মধ্যে ২৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন