আহমেদাবাদ টেস্ট দুই দিনেই জিতে নিল ভারত

ক্রীড়া ডেস্ক

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টটি দুই দিনের মধ্যেই জিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেল ভারত। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন তৃতীয় সেশনের শুরুর দিকে ৪৯ রানের সহজ টার্গেটটা ছুঁয়ে ফেলে বিরাট কোহলির দল।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের শুষ্ক আর ধূলিময় উইকেটে বল খুব বেশি ঘুরছিল, আর আকস্মিকভাবে নিচুও হচ্ছিল। আনপ্রেডিক্টেবল এ পিচ ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। নাটকীয় এ টেস্টে সফরকারী ইংলিশরা প্রথম ইনিংসে ১১২ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে ভারতও, তারা গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে। যদিও ইংলিশদের ভরাডুবিতে অপ্রত্যাশিতভাবেই ৪৯ রানের সহজ টার্গেট পায় স্বাগতিকরা। বিনা উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় কোহলির দল। উল্লেখ, ম্যাচে পতন হওয়া ৩০ উইকেটের ২৮টিই নেন স্পিনাররা! 

৩ উইকেটে ৯৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা ভারত ‘অকেশনাল’ স্পিনার জো রুটের রুদ্রমূর্তির সামনে পড়ে। ইংলিশ দলনায়ক একাই নেন ভারতের ৫ উইকেট। ৬.২ ওভার বল করে মাত্র ৮ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। এছাড়া জ্যাক লিচ নেন ৫৪ রানে ৪ উইকেট। 

অনবদ্য বোলিংয়ে ভারতকে আটকানোর পর ইংলিশরা নিজেরাও বিপর্যয়ে পড়ে। শূন্য রানে ২ উইকেট হারায় তারা। দুটি উইকেটই নেন অক্ষর প্যাটেল। দলীয় ১৯ রানে অক্ষরের তৃতীয় শিকারে পরিণত হন ডম সিবলে। এরপর রুট ও বেন স্টোকস প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও খুব বেশিদূর যেতে পারেননি। তাদের দুজনের বিদায় ঘটে অক্ষর ও রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণিতে। এরপর অক্ষর, অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর মিলে ৮১ রানের মধ্যে ইংলিশদের বাকি উইকেটগুলো তুলে নেন। প্যাটেল ৩২ রানে ৫টি ও অশ্বিন ৪৮ রানে ৪টি উইকেট নেন। ৭০ রানে ১১ উইকেট নিয়ে মাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল। 

সিরিজে ভারতকে এগিয়ে দেয়া জয়ের পথে ম্যাচে সাত উইকেট নিয়ে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছেছেন অফস্পিন তারকা অশ্বিন। ইতিহাসের ১৬তম বোলার (ষষ্ঠ স্পিনার) হিসেবে ৪০০ উইকেট শিকারীর অভিজাত ক্লাবে নাম লেখালেন তিনি। দ্বিতীয় দ্রুততম হিসেবে তিনি এ মাইলফলকে পৌঁছেন। অশ্বিন ৪০০ উইকেট পেলেন ৭৭তম টেস্টে, লংকান গ্রেট মুত্তিয়া মুরালিধরণ যা করেছিলেন ৭২ টেস্টে। 

আগামী ৪ মার্চ একই মাঠে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে। 

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ১১২ ও ৮১। ভারত: ১৪৫ ও ৪৯/০। ফল: ভারত ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অক্ষর প্যাটেল (ভারত)। সিরিজ: চার ম্যাচ সিরিজে ভারত ২-১-এ এগিয়ে।  

ক্রিকইনফো ও বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন