এফআইসিসিআইয়ের ওয়েবিনারে সালমান এফ রহমান

কর জটিলতা দূর করতে এনবিআরে তাগাদা অব্যাহত রাখুন

নিজস্ব প্রতিবেদক

করসংক্রান্ত নানামুখী জটিলতা নিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় বিনিয়োগকারীদের। স্থানীয় বিদেশী দুই ধরনের বিনিয়োগকারীদেরই করসংক্রান্ত সমস্যা মোকাবেলা করতে হয়। পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় রাজস্ব বোর্ডকে তাগাদা দেয়া অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন আয়োজিত ওয়েবিনারে পরামর্শ দেয়ার পাশাপাশি দেশে বসবাসরত বিদেশীরা করোনার টিকা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি।

গতকাল এফডিআই ইন পোস্ট কভিড ওয়ার্ল্ড: নিউ রিয়েলিটিজ অ্যান্ড রিফর্ম প্রায়োরিটিজ ফর বাংলাদেশ শীর্ষক ওয়েবিনার আয়োজন করে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এতে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান কর জটিলতা নিরসনসংক্রান্ত পরামর্শ বিদেশীদের টিকাপ্রাপ্তির বিষয়ে মত প্রকাশ করেন। ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী।

এফআইসিসিআইয়ের সভাপতি রুপালী চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান অর্থনীতিবিদ . মাশরুর রিয়াজ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় প্রমুখ।

আলোচনায় বলা হয়, কভিড-১৯-পরবর্তী বিশ্ব থেকে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের দক্ষতা, উৎপাদনশীলতা সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া ব্যবসায় আস্থা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচকের ধাপ আরো কমিয়ে আনতে হবে।

সালমান এফ রহমান বলেন, কভিড-পরবর্তী বিশ্বে বিনিয়োগের ধরন, নীতি প্রযুক্তি  দ্রুত পরিবর্তন হচ্ছে। ক্ষেত্রে অবস্থান ধরে রাখতে হলে আমাদের বিনিয়োগে নেতৃত্ব দেয় এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। জমি রেজিস্ট্রেশন, বিডার একমুখী সেবা (ওএসএস) উন্নত করা হয়েছে। তবে এটাই যথেষ্ট নয়। আরো অনেক করতে হবে। এজন্য এফআইসিসিআইয়ের সদস্য এবং অর্থনৈতিক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানগুলো সরকারকে পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে।

দেশী-বিদেশী বিনিয়োগকারী শুল্ক একটি  বড় বাধা উল্লেখ করে তিনি আরো বলেন, এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চাপে রাখতে হবে। করের আওতা বাড়াতে হবে। করহারও কমাতে হবে। এজন্য আমরাও নিয়মিত তাগিদ দিচ্ছি এনবিআরকে।

ওয়েবিনারে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে সালমান এফ রহমান বিনিয়োগ সহায়ক বাজেট, টেকসই করনীতি, আন্তঃআঞ্চলিক বাণিজ্যের বিষয়েও মত প্রকাশ করেন। সময় তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আমরা সঠিক পথে আছি। আলোচনার শেষাংশে টিকার বিষয়ে আলাপকালে সালমান এফ রহমান বিদেশীদের টিকাপ্রাপ্তিতে অগ্রাধিকারের বিষয়েও উল্লেখ করেন।

অর্থনীতিবিদ . মাশরুর রিয়াজ বলেন, বিনিয়োগ বাড়াতে আমাদের সস্তা শ্রম গল্প তুলে ধরা হয়। সস্তা শ্রমনির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন