সাংবাদিকরা মানুষের প্রত্যাশা পূরণে সেতুবন্ধের কাজ করে —মসিক মেয়র

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জিং মহৎ পেশা। প্রকৃত সাংবাদিকরা আন্তরিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে দেশের উন্নয়নে সহযোগিতা করে। পেশাদার সাংবাদিকরা দেশের উন্নয়ন মানুষের প্রত্যাশা পূরণে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। আর প্রশিক্ষণ দক্ষতা একজন সাংবাদিকের সে সুযোগ তৈরি করে দেয়।

গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ময়মনসিংহ জেলা উপজেলা পর্যায়ের ৭০ জন সাংবাদিকদের জন্য দুটি ব্যাচে অনুসন্ধানীমূলক বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আহমার, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মতিউল আলম পিআইবির প্রতিবেদক মো. জিলহাজ উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন