পাঁচ কার্যদিবস পতনের পর সূচকে উত্থান

নিজস্ব প্রতিবেদক

সূচকে পতন হয়েছিল গত সপ্তাহের শেষ তিন কার্যদিবসে। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেও পতন অব্যাহত ছিল। তবে টানা পাঁচ কার্যদিবসে পতনের পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সে বড় উত্থান হয়েছে। গতকাল সূচকটি প্রায় ৬৮ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়েছে। তবে সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৩৪ শতাংশ।

হাজার ৩১৭ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। লেনদেন শেষে তা হাজার ৩৮৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৩৯ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে গতকাল লেনদেন শেষে হাজার ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ১৭ পয়েন্ট। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ১৪ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে দিনশেষে হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল ১১৮টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। ১৪ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ওষুধ রসায়ন খাত। এছাড়া ১১ শতাংশ দখলে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত।

গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

আগের দিনের মতো গতকালও এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধিতে শীর্ষে ছিল ইজেনারেশন লিমিটেড। মঙ্গলবার লেনদেনের প্রথম দিনের মতো গতকালও ৫০ শতাংশ বেড়েছে সদ্য তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর। এছাড়া ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

এদিকে সমাপনী দরের ভিত্তিতে দরপতনে শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রূপালী ব্যাংক লিমিটেড।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১২৫ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হাজার ৪০৪ পয়েন্টে অবস্থান করছে, আগের দিন শেষে যা ছিল হাজার ২৭৯ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির বাজারদর।

ডিএসইতে গতকাল সূচক বাড়লেও লেনদেন কমেছে। এদিন মোট ৫৩০ কোটি ৩৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৯১ কোটি ৮১ লাখ টাকা। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে সিএসইতে। গতকাল এক্সচেঞ্জটিতে ২৮ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৬ কোটি ৪৯ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন