স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছেন হাক্কানী পাল্প উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পূর্ব ঘোষণা অনুযায়ী স্ত্রী মমতাজ বেগমকে লাখ শেয়ার উপহার দিয়েছেন হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্পের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা টাকা। পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩০ কোটি ৫১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা কোটি ৯০ লাখ। এর মধ্যে ৫১ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ১০ দশমিক ২৪ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩৮ দশমিক ১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাক্কানী পাল্প। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল টাকা ১১ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৫ টাকা ৮২ পয়সা (রিজার্ভ পুনর্মূল্যায়নের পর) ১১ টাকা ১৯ পয়সা (রিজার্ভ পুনর্মূল্যায়ন ছাড়া)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন