ঈদুল আজহায় আসছে ‘অপারেশন সুন্দরবন’

ফিচার প্রতিবেদক

নির্মাতা দীপংকর দীপনের আলোচিত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক কিছু অভিযান নিয়ে ছবিটি নির্মাণ করছেন নির্মাতা। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে ছবির টিজার ওয়েবসাইট উন্মোচিত হয়েছে। ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অপারেশন সুন্দরবন গত বছর ঈদুল আজহায় মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। ছবির কাজ শেষ। তাই আগামী ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা।

ওয়েবসাইট টিজার উন্মোচন অনুষ্ঠানে ছবির দুটি গানও সরাসরি পরিবেশন করা হয়। তার আগে ছবিটির অফিশিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অতিথিদের বক্তব্য, টিজার ওয়েবসাইটের উদ্বোধন হয়। দ্বিতীয়ভাগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছবির প্রেমের চাদরে চাই ঘূর্ণিঝড়ে শিরোনামের দুটি গানে নাচ পরিবেশন করেন চিত্রনায়ক রোশান সহনৃত্যশিল্পীরা। ছিল ব্যান্ড সোলস শিল্পী প্রিয়াঙ্কার পরিবেশনাও। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, রোশান, তারিন জাহানসহ অনেকে।

অপারেশন সুন্দরবন ছবিতে অভিনয় করছেন একঝাঁক অভিনয়শিল্পী। এতে দেখা যাবে রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, তাসকিনসহ আরো অনেককে। এর আগে টকিজকে দেয়া এক সাক্ষাত্কারে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন, ছবিতে তাকে দেখা যাবে একজন বাঘ গবেষকের চরিত্রে। সিয়াম রোশানকে দেখা যাবে র্যাব কর্মকর্তার চরিত্রে। অপারেশন সুন্দরবন প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন