কমোডিটি মূল্যসূচক ২০১৩-পরবর্তী সর্বোচ্চ

বণিক বার্তা ডেস্ক

তেল থেকে শুরু করে ভুট্টাসব পণ্যের চাহিদা বৃদ্ধিতে কমোডিটি মূল্যসূচক আট বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রণোদনা প্যাকেজ এবং প্রায় শূন্যের কাছে থাকা সুদহারে দশকের সর্বোচ্চ বিনিয়োগ করছে হেজ ফান্ডগুলো। এতে মহামারী থেকে ঘুরে দাঁড়াতে থাকা মার্কিন অর্থনীতির মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে এবং ডলারের দরপতন হয়েছে। খবর ব্লুমবার্গ।

২৩টি কাঁচামালের বাজারমূল্য অনুসরণকারী দ্য ব্লুমবার্গ কমোডিটি স্পট ইনডেক্সে দেখা গেছে, গত সোমবার কমোডিটি মূল্যসূচক দশমিক শতাংশ বেড়েছে, যা ২০১৩ সালের মার্চ-পরবর্তী সর্বোচ্চ। ২০২০ সালের মার্চে কমোডিটি মূল্যসূচক চার বছরের সর্বনিম্নে চলে আসার পর পর্যন্ত সূচক বেড়েছে ৬০ শতাংশ।

কমোডিটি সূচক বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে তামার দরবৃদ্ধি। গুরুত্বপূর্ণ শিল্প পণ্যটির দাম টনপ্রতি হাজার ডলার ছাড়িয়েছে। নয় বছরের মধ্যে প্রথম সীমা ছাড়াল তামার দাম। বৈশ্বিক উত্তোলন কমাতে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর একাট্টা অবস্থানের কারণে জীবাশ্ম জ্বালানিটির দামও এক বছরের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে কফি চিনির দাম।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান বার্ট মেলেক বলেন, যারা কয়েক মাস ধরে কমোডিটি সূচকে তেমন গুরুত্ব দেয়নি এখন তারা নড়েচড়ে বসেছে। আরো কয়েকদিন কমোডিটি মূল্যসূচক বৃদ্ধিরই আভাস পাওয়া যাচ্ছে। কিছু পণ্যের দুষ্প্রাপ্যতার ইঙ্গিতে তাদের দাম বাড়বে এটাই স্বাভাবিক।

চলতি মাসের শুরুতে জেপি মরগ্যান চেজ বলেছিল, কমোডিটি নতুন এক সুপারসাইকেল শুরু করেছে। কমোডিটি মূল্য দীর্ঘদিন চড়া থাকায় পূর্বাভাস দিয়েছিল তারা। গত সপ্তাহে একই কথার পুনরাবৃত্তি করে গোল্ডম্যান স্যাকস। ওয়াল স্ট্রিট জায়ান্টটি বলছে, গত ১০০ বছরে কমোডিটির রকম চারটি সুপারসাইকেল দেখা গেছে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণেও কমোডিটি মূল্যসূচকে প্রভাব পড়বে। এতে তেল সরবরাহ কমবে, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো, ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি নির্মাণে ধাতব পদার্থের চাহিদা বাড়বে।

তামার চড়া দামের পাশাপাশি আকরিক লোহা নিকেলের দাম বাড়ছে। গত মার্চে তামার দাম রেকর্ড সর্বনিম্নে নেমে আসার পর পর্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প উপাদানটির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।

মাইনিং জায়ান্ট বিএইচপি গ্রুপের সিইও গত সপ্তাহে ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৈদ্যুতিক গাড়িতে মনোযোগ এবং জ্বালানি ব্যবহারে বৈশ্বিক রূপান্তরের মধ্যে কমোডিটি বাজারে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন