দুই অংকের প্রবৃদ্ধির লক্ষ্য জেনারেল মোটরসের

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীতে অনেক প্রতিষ্ঠানকেই লোকসান গুনতে হয়েছে। তবে এর মধ্যেও কিছু প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায়িক ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। মহামারীতে নানা সংকটের মধ্যেও এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিসি) খবর অ্যারাবিয়ান বিজনেস।

২০২০ সালে মধ্যপ্রাচ্য আফ্রিকায় ব্যবসার ক্ষেত্রে সফলতা পেয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় চলতি বছরও সংস্থাটি ওই অঞ্চলে দুই অংকের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আফ্রিকা মধ্যপ্রাচ্যে সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক সাজেদ সাবেই বলেন, ২০২০ সালের শেষ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ প্রবৃদ্ধির রেকর্ড করেছে জেনারেল মোটরস। চলতি বছরের জানুয়ারিতে জিএমসি সিয়েরার বিক্রির পরিমাণ রেকর্ড হয়েছে। ২০১৬ সালের পর থেকে পর্যন্ত সবচেয়ে সেরা বিক্রির রেকর্ড এটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন