শেয়ার কিনবেন সামিট অ্যালায়েন্স পোর্টের মনোনীত পরিচালক

নিজস্ব প্রতিবেদক

শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডে (এসএপিএল) অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেড মনোনীত পরিচালক কামরুল ইসলাম মজুমদার। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে ১০ হাজার শেয়ার কিনবেন তিনি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সামিট অ্যালায়েন্স পোর্টের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সমন্বিত ইপিএস হয়েছে পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এর মধ্যে শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ পয়সা। ৩০ জুন কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ টাকা ৯৯ পয়সা।

২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৪০ কোটি ৬৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ১২৩। এর মধ্যে ৫৮ দশমিক ৯৯ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১১ দশমিক ৬৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮১ শতাংশ বিদেশী বাকি ২৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন