চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বণিক বার্তা ডেস্ক

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনবাড়ি কলেজ মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী নোয়াখালীতে আরো চারজন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

সিরাজগঞ্জ: গতকাল সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনবাড়ি কলেজ মোড়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

নিহতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান (৭০), শেরপুর উপজেলার বেতগাড়ি গ্রামের ধীরেন চন্দ্রের ছেলে বিমল কুমার (৪৫), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল হান্নান (৬০), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে খোকন মিয়া (৪০) শিবগঞ্জ উপজেলার করতকলা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মানিক হোসেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সকালে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সয়াবিন তেল বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে পাঠানোর সময় আরো এক বাসযাত্রী মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে সামনের একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী সয়াবিন তেল বহনকারী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জ: গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়ার মালিকুজ্জামানের ছেলে আবদুল হামিদ (২৪) রাশেদ আলীর ছেলে আবদুর রহিম (২৮)

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোনামসজিদগামী একটি খালি ট্রাক রানিহাটিতে পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রহিম হামিদ ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় পুলিশ ট্রাকচালক ডালিম এর সহকারী কাশেমকে আটক করেছে।

রাজশাহী: গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী বাইপাস সড়কের সিটিহাট এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম জামাল উদ্দিন ওরফে সবুর (৩৮) তিনি

শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমীন বলেন, দুর্ঘটনার পর অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে জামাল উদ্দিন নামে একজন মারা যান। এছাড়া অন্তত আটজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নোয়াখালী: জেলার সেনবাগে বাসচাপায় মো. মহিউদ্দিন (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে নোয়াখালী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। মহিউদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত নগরের মৃত শেখ আহাম্মদের ছেলে।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, সিএনজি অটোরিকশা নিয়ে দাগনভূঞা থেকে সেনবাগের দিকে যাচ্ছিলেন মহিউদ্দিন। সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সিএনজি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন