জানুয়ারিতে ৫ লাখেরও বেশি পর্যটক গ্রহণ তুরস্কের

বণিক বার্তা ডেস্ক

২০২১ সালের প্রথম মাসে অর্ধমিলিয়নেরও বেশি বিদেশী পর্যটক গ্রহণ করেছে তুরস্ক। গত সোমবার দেশটির সংস্কৃতি পর্যটন মন্ত্রণালয় জানায়, জানুয়ারিতে তুরস্কে লাখ হাজার ৭৮৭ বিদেশী পর্যটক এসেছেন। গত বছরের একই মাসের ১৮ লাখের তুলনায় বিদেশী পর্যটক কমেছে ৭১ দশমিক ৪৮ শতাংশ। খবর আনাদোলু।

সরকারি উপাত্তে দেখা গেছে, গত মাসে তুরস্কের শীর্ষ পর্যটন কেন্দ্র ছিল ইস্তানবুল। ঐতিহাসিক নগরীটিতে জানুয়ারিতে বিদেশী পর্যটক এসেছে লাখ ৩৪ হাজার ৮২৫ জন, যা দেশটির মোট পর্যটকের ৬৫ দশমিক শতাংশ।

বুলগেরিয়া গ্রিস সীমান্তবর্তী তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এডার্নে শহরে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ হাজার ৬৯৮ জন পর্যটক এসেছেন। ভূমধ্যসাগরীয় রিসোর্ট নগরী আনাতালিয়াতে এসেছে ৪৭ হাজার ২৩ পর্যটক, যা মোট পর্যটকের দশমিক ২২ শতাংশ।

নাগরিক হিসেবে সর্বোচ্চ ১৭ দশমিক ৫৪ শতাংশ ছিল রুশ পর্যটক। তার পরই রয়েছে ইরানিয়ান (.৪৫%), বুলগেরিয়ান (.০২%), ইউক্রেনিয়ান (.৫৩%) জার্মান (.৩২%)

করোনা মহামারীর মধ্যে গত বছর কোটি ২৭ লাখ বিদেশী পর্যটক এসেছে তুরস্কে। ২০১৯ সালে এসেছিল রেকর্ড কোটি ৫০ লাখ পর্যটক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন