নিউইয়র্কে হল খোলার সিদ্ধান্তে চাঙ্গা সিনেমা চেইনের শেয়ার

ফিচার ডেস্ক

প্রায় এক বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে নিউইয়র্কের সিনেমা হল। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমো সীমিত আসন পূর্ণ রাখার শর্তে শহরের সিনেমা হলগুলো আগামী মার্চ খুলে দেয়ার অনুমতি দিয়েছেন।

সম্প্রতি নিয়মিত সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর বলেছেন, কর্তৃপক্ষ সিনেমা হলগুলোর ২৫ শতাংশ আসন পূরণ করে হল খুলতে পারবে। তবে কোনো হলেই ৫০ জনের বেশি দর্শক একসঙ্গে ছবি দেখতে পারবে না। এর সঙ্গে বিভিন্ন সুরক্ষাবিধি যেমনসামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, স্যানিটাইজিং নিশ্চিত করতে হবে।

সীমিত পরিসরে খুললেও নতুন সিদ্ধান্তে খুশি নিউইয়র্কের হল মালিকরা। হবেনই বা না কেন। প্রায় ১২ মাস ধরে সুনসান পড়ে আছে হলগুলো। পর্যবেক্ষকদের মতে, নিউইয়র্ক উত্তর আমেরিকার অন্যতম একটি সিনেমা হাব। শহরের হলগুলো খুলে গেলে তা প্রযোজকদের বড় বড় ছবি মুক্তি দিতে উৎসাহী করবে।

নিউইয়র্কে হল খোলার সিদ্ধান্তের ঘোষণা আসতেই বেড়েছে থিয়েটার চেইন এএমসি সিনেমার্কের শেয়ারের দাম। এএমসির বেড়েছে ১৩ শতাংশ সিনেমার্কের সাড়ে শতাংশ।

করোনা মহামারী দুনিয়াজুড়ে চলচ্চিত্র ব্যবসাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গত বছরের মার্চ থেকে সিনেমা হলগুলো বন্ধ, ফলে তাদের আয় শূন্য। গত কয়েক মাসে হল খুলে না দেয়ায় গভর্নর অ্যান্ড্রিউ কুমোর সঙ্গে হল মালিকদের প্রকাশ্যেই কয়েক দফা তর্ক হয়েছে। হল মালিকদের কথা ছিল ইনডোর রেস্টুরেন্ট, খেলাধুলার এরেনা খোলা থাকলে সিনেমা হল কী দোষ করল!

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার নিউইয়র্কে বেশ কমে এসেছে। এছাড়া ভ্যাকসিনেশন শুরু হওয়ায় প্রশাসনও বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। তবে কিছু জটিলতা এখনো আছে। যেমন হলের কর্মীরা কভিড-১৯ ভ্যাকসিনেশনে কোনো অগ্রাধিকার পাচ্ছেন না। নিউইয়র্কের গভর্নর বলেছেন, কোনো প্রতিষ্ঠান খুললেই তাদের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া যাচ্ছে না। কারণ ভ্যাকসিনের সরবরাহে ঘাটতি আছে। নিউইয়র্কে সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এএমসি থিয়েটার চেইনের সিইও অ্যাডাম অ্যারন বলেছেন, এটা মুভি থিয়েটার ইন্ডাস্ট্রির ক্ষতি কাটিয়ে ওঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, এএমসি দুনিয়ার সবচেয়ে বড় সিনেমা চেইন। যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে নিউইয়র্ক ক্যালিফোর্নিয়ায় দেশটির অন্য সব অঞ্চল থেকে বেশি টিকিট বিক্রি হয়।

 

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন