কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন।  আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ মাধ্যমকে জানান, বিকালে তার বাবার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সন্ধ্যার দিকে তিনি মারা যান।

সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন