সবার আগে দেশের খেলা : মুস্তাফিজ

বণিক বার্তা অনলাইন

আইপিএলে খেলার জন্য ছুটি নিয়েছেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। এ নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। এই ফ্রাঞ্চাইজিতে দল পেয়েছেন তার সতীর্থ মুস্তাফিজুর রহমানও। তবে তিনি জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পেলে তিনি খেলবেন না আইপিএলে।

আগামী নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। এর একদিন আগে আজ মঙ্গলবার জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ।

তিনি জানান, ‘যদি শ্রীলঙ্কা টেস্টে আমি থাকি, আমি টেস্ট খেলবো। যদি না থাকি, তাহলে বিসিবিতো বলবে যে, আমি নাই। যদি সিলেক্ট না হই, বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএল খেলবো।’

দেশ কিংবা আইপিএলে খেলার জন্য কোন চাপ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, ‘না, কোন চাপ নেই।

এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন আইপিএলে খেলার জন্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন