অস্ট্রেলিয়ায় নিউজ কনটেন্টে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফেসবুক

বণিক বার্তা অনলাইন

নিউজ কনটেন্ট প্রদর্শন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সঙ্গে সমঝোতায় যাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। যে প্রস্তাবিত আইনের বিরোধিতা করে ফেসবুক নিউজ কনটেন্ট ‘ব্লক করে’ দিয়েছিল সেই আইনটিকে সংশোধনের শর্তে এই সমঝোতা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, অস্ট্রেলীয়দের জন্য নিউজ কনটেন্টগুলো ‘রিস্টোর’ করে করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।  

এর আগে গত বৃহস্পতিবার প্রস্তাবিত আইনটিকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে দেশটিতে নিউজ কনটেন্ট ব্লক করে দেয় ফেসবুক।

প্রস্তাবিত আইনে নিউজ কনটেন্ট প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অর্থ দিতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যবাধকতার বিধান রয়েছে। এ আইনটির বিরোধিতা করছে ফেসবুক। গত বৃহস্পতিবারই আইনটি অস্ট্রেলিয়ার নিম্নকক্ষে পাস করা হয়েছে। সেদিনই নিউজ কন্টেন্টগুলো সরিয়ে দেয় ফেসবুক। এর ফলে বেকায়দায় পড়েন ব্যবহারকারীরা। 

ফেসবুকের এ সিদ্ধান্তকে ‘অহেতুক ও জোর জবরদস্তির’ বলেও উল্লেখ করেছিলেন অস্ট্রেলিয়ার নীতি নির্ধারকরা।

তবে বিষয়টি নিয়ে সমঝোতার জন্য ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ। আজ এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রস্তাবিত আইনটিতে সংশোধনী আনা হবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন