সূচকে পতন চলছেই লেনদেনেও মন্দা

নিজস্ব প্রতিবেদক

সূচকে বড় ধরনের পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ করল দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল কমেছে দশমিক ৬৬ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে দশমিক ৬৩ শতাংশ।

হাজার ৪৭৬ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। এদিন লেনদেন শেষে তা হাজার ৩৮৫ পয়েন্টে নেমে যায়। অর্থাৎ গতকাল সূচকটি কমেছে ৯১ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৪৮ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ১০৫ পয়েন্ট। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ২০ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে দিনশেষে হাজার ২২২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ২৪২ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৩টির, কমেছে ২২১টির আর অপরিবর্তিত ছিল ১০২টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। ১৩ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ওষুধ রসায়ন খাত। এছাড়া ১০ শতাংশ দখলে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত।

গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এক্সচেঞ্জটিতে গতকাল সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০ সিকিউরিটিজ হলো আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।

এদিকে সমাপনী দরের ভিত্তিতে দরপতনে শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মীর আকতার হোসেন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১৫৫ পয়েন্ট কমে হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৫৪৪ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর।

গতকাল ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও সিএসইতে তা বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৪৬৭ কোটি লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৯৪ কোটি ১৩ লাখ টাকা। সিএসইতে গতকাল ৪১ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৩ কোটি ৫৪ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন