ইউক্রেনে গমের রফতানি মূল্য অপরিবর্তিত, বেড়েছে ভুট্টার

বণিক বার্তা ডেস্ক

ইউক্রেনের বাজারে সর্বশেষ সপ্তাহে গমের রফতানি মূল্য অপরিবর্তিত রয়েছে। তবে সময় বেড়েছে ভুট্টার রফতানি মূল্য। দেশটির কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্ম তথ্য জানিয়েছে। খবর রয়টার্স বিজনেস রেকর্ডার।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে ইউক্রেনের বাজারে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে রফতানিযোগ্য সাড়ে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন ব্ল্যাক সি গমের রফতানি মূল্য দাঁড়িয়েছে ২৭৮-২৮৫ ডলার। সময় সাড়ে ১১ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের রফতানি মূল্য ছিল টনপ্রতি ২৭৬-২৮৪ ডলার। আগের সপ্তাহেও ইউক্রেনে গমের রফতানি মূল্য প্রায় একই রকম ছিল।

তবে গমের অপরিবর্তিত থাকলেও সর্বশেষ সপ্তাহে ইউক্রেনে ভুট্টার রফতানি মূল্য আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ডলার বেড়েছে। এপিকে-ইনফর্ম জানিয়েছে, সময় ইউক্রেনের বাজারে এফওবি চুক্তিতে ভুট্টার রফতানি মূল্য টনপ্রতি ২৭৮-২৮৫ ডলারের মধ্যে অবস্থান করেছে। অন্যদিকে দেশটির বাজারে একই সময়ে এফওবি চুক্তিতে প্রতি টন যবের রফতানি মূল্য ছিল ২৫৩-২৬১ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় টনে সর্বোচ্চ ডলার বেশি।

ইউক্রেন বিশ্বের শস্য রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে এখন পর্যন্ত ইউক্রেন থেকে কোটি লাখ টন শস্য রফতানি হয়েছে, যা গত মৌসুমের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কম। এর মধ্যে ইউক্রেন থেকে কোটি ৩৩ লাখ টন গম, কোটি ৩১ লাখ টন ভুট্টা ৩৯ লাখ ৬০ হাজার টন যব রফতানি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন