আকরিক লোহার রেকর্ড মূল্যবৃদ্ধি অব্যাহত

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে বাড়তির পথে রয়েছে আকরিক লোহার দাম। ধারাবাহিকতায় সম্প্রতি ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে ১০ বছরের সর্বোচ্চের কাছাকাছি উন্নীত হয়েছে। খবর রয়টার্স।

গত বৃহস্পতিবার চীনের বাজারে বেঞ্চমার্ক ৬২ শতাংশ আকরিক লোহা টনপ্রতি ১৭৫ ডলার শূন্য সেন্টে বিক্রি হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারির পর এদিন ব্যবহারিক ধাতুটি প্রায় পাঁচ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে ব্যবহারিক ধাতুটির দাম ১০ বছরের সর্বোচ্চের কাছাকাছি উঠেছে।

আকরিক লোহার এমন রেকর্ড মূল্যবৃদ্ধি প্রভাব ফেলছে ইস্পাতের বাজারেও। ট্রেডিং ইকোনমিকস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত দুই মাসে চীনের বাজারে হট রোলড স্টিল কয়েলের দাম শতাংশেরও বেশি বেড়ে টনপ্রতি ৬৮১ ডলার ছাড়িয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন