২০০ কোটি ডলার জরিমানা দেবে নরিলস্ক নিকেল

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার আর্কটিকে বিশাল এলাকাজুড়ে জ্বালানি ছড়িয়ে দেয়ার জন্য নরিলস্ক নিকেলকে রেকর্ড ২০০ কোটি ডলার জরিমানা করা হয়েছিল। রাশিয়ান খনন খাতের জায়ান্ট জানিয়েছে, তারা জরিমানার বিরুদ্ধে কোনো আপিল করবে না। খবর এএফপি।

গত বছরের মে মাসে নরিলস্ক নিকেলের মালিকানাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আধার ভেঙে নরিলস্ক শহরের নিকটবর্তী হ্রদ নদীতে প্রায় ২০ হাজার টনের বেশি ডিজেল ছড়িয়ে পড়ে। ঘটনা রাশিয়ার সবচেয়ে মারাত্মক তেল ছড়িয়ে পড়া ঘটনাগুলোর একটি। দেশটিতে পুরনো অবকাঠামো অবহেলাজনিত কারণে প্রায়ই এমন পরিবেশগত বিপর্যয়ের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে নরিলস্ক নিকেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গ্যারেথ পেনি বলেন, আদালতের রায়টির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পর... সংস্থা রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের ফলে সংস্থাটি গত ডিসেম্বরে উপস্থাপিত উচ্চাভিলাষী টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করতে পারবে।

ফেব্রুয়ারির শুরুর দিকে আদালত প্যালাডিয়াম নিকেল ধাতুর বিশ্বের বৃহত্তম উৎপাদক নরিলস্ক নিকেলকে ১৯০ কোটি ডলার জরিমানার আদেশ দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন