টাইজানের পরিবর্তে গুগল ওএস চালিত স্মার্টওয়াচ আনছে স্যামসাং

গুগলের স্মার্টওয়াচ অপারেটিং সিস্টেম চালিত গ্যালাক্সি মডেলের দুটি স্মার্টওয়াচ বাজারে আনছে স্যামসাং। ফলে পরবর্তী গ্যালাক্সি স্মার্টওয়াচগুলো টাইজেন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্থানাস্তর করা হচ্ছে। গুগলের অপারেটিং সিস্টেম বর্তমানে ফসিল, হুয়াওয়ে টিকওয়াচে ব্যবহূত হচ্ছে। গ্যালাক্সিক্লাবের দেয়া তথ্যমতে, নতুন গ্যালাক্সি ওয়াচগুলোর মডেল নাম্বার এসএম-আর৮৬এক্স এবং এসএম-আর৮৭এক্স। স্মার্টওয়াচগুলো আকারে পূর্ববর্তীগুলোর থেকে ভিন্ন এতে ব্লুটুথ এবং সহজ কিছু সেলুলার সুবিধাসম্পন্ন হবে। আইএএনএস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন