কোস্ট ট্রাস্টের জরিপ

বাল্যবিবাহ বন্ধে সরকারি হটলাইন নম্বর জানেন না ৫৫% ভোলাবাসী

বণিক বার্তা প্রতিনিধি, ভোলা

দেশে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি হটলাইন নম্বর ৩৩৩ রয়েছে। এছাড়া পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯- ফোন করে বাল্যবিবাহ ঠেকানো যায়। অথচ জরুরি এসব নম্বর সম্পর্কে জানে না ভোলা জেলার প্রায় ৫৫ শতাংশ মানুষ। কোস্ট ট্রাস্ট পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপটি পরিচালনায় সহায়তা করেছে ইউনিসেফ এবং মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়। গতকাল চরফ্যাশন উপজেলায় আয়োজিত বাল্যবিবাহের কারণ, প্রভাব প্রতিরোধের উপায় শীর্ষক এক অ্যাডভোকেসি সভায় জরিপের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন গবেষক ইকবাল উদ্দিন।

জেলার সবগুলো উপজেলায় পরিচালিত জরিপে ৫৭ দশমিক শতাংশ নারী ৪২ দশমিক শতাংশ পুরুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে কোস্ট ট্রাস্ট। তাদের মধ্যে, ৫৪ দশমিক শতাংশের বাল্যবিবাহ বন্ধে সরকারি হটলাইন নম্বর নিয়ে কোনো ধারণা নেই। অংশগ্রহণকারীদের ২৭ দশমিক শতাংশ নিজ এলাকায় বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধমূলক ভূমিকা রাখেন বলে জানিয়েছে। ৪১ শতাংশই এমন উদ্যোগ প্রতিরোধে কোনো ধরনের ভূমিকা রাখে না।

ভোলায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়ানো সরকারি হটলাইন নম্বরগুলো সবাইকে জানানোর ওপর জরিপ প্রতিবেদনে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদকে আরো সক্রিয় করা, গ্রামে গ্রামে কমিটি গঠন, উঠান বৈঠক পরিচালনা, মেয়েদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নারী শিক্ষার প্রসার, মাধ্যমিক স্তরে ৮০ শতাংশ মেয়েকে উপবৃত্তির আওতায় আনা, কাজী-ইমাম-পুরোহিতদের ভূমিকা জোরদার করার মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করার সুপারিশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন