এনআরবিসি ব্যাংকের আইপিওর চাঁদা গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চাঁদা গ্রহণ গতকাল শুরু হয়েছে। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির চাঁদা গ্রহণ চলবে ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।

চাঁদা গ্রহণে আবেদন করতে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে চলতি বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিদ্যমান বাজারদরে অন্তত কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে। অংশগ্রহণকারী যোগ্য বিনিয়োগকারীদের ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ফেব্রুয়ারি বেলা ২টার মধ্যে তাদের সাবস্ক্রিপশনের পুরো অর্থ সাবস্ক্রিপশন ফি হিসেবে হাজার টাকা জমা করতে হবে।

ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। চলতি মাসের শুরুতে ব্যাংকটি আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু সংক্ষিপ্ত প্রসপেক্টাস প্রকাশের জন্য কমিশনের কাছ থেকে সম্মতিপত্র পায়।

১০ টাকা ইস্যুমূল্যে পুঁজিবাজারে ১২ কোটি শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা উত্তোলন করবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ কেনা, সেকেন্ডারি বাজারে বিনিয়োগ এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন