মিয়ানমারে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ

বণিক বার্তা অনলাইন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সব ব্যাংক তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। কবে চালু হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো বলেও জানানো হয়েছে।

আজ সোমবার দেশটির ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বর্তমান অবস্থার কথা তুলে ধরে বলা হয়েছে, ইন্টারনেট সংযোগ দুর্বল থাকার কারণে ব্যাংকগুলোতে সোমবার সব ধরনের সেবা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয় যে, এর মধ্যে ব্যাংকগুলো বন্ধের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেবে এবং এরপরই কবে থেকে আবার তাদের সেবা চালু হবে সে বিষয়ে জানাবে।

মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নির্দেশনার বরাত দিয়ে দেশটির কানবাওজা ব্যাংক তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে, সাময়িকভাবে তাদের ব্যাংকের শাখাগুলো কার্যক্রম বন্ধ রাখবে।

ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিংও বাধাগ্রস্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে সকালে ইয়াঙ্গুনের এক নাগরিক এটিএম বুথের ভিড়ের ছবি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ সোমবার, সাধারণত এই দিনে সড়কে বেশ ব্যস্ততা থাকে। কিন্তু আজ রাস্তাঘাট বেশ ফাঁকা, অনেকেই ভয়ে বাইরে যাচ্ছেন না। কিন্তু অনেকেই আবার এটিএম বুথের সামনে ভিড় করছেন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন