বেনাপোল ও হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

বণিক বার্তা প্রতিনিধি, যশোর ও হিলি

যশোরের বেনাপোল দিনাজপুরের হিলি স্থলবন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১ পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে বন্দর দুটো।

বেনাপোল: সঠিক শুল্ক আহরণ দেশের হবে উন্নয়ন, মুজিব বর্ষের অঙ্গীকার দেশপ্রেমে এনবিআর’— স্লোগানে বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। গতকাল বেনাপোল কাস্টমস ক্লাবে অভ্যন্তরীণভাবে সেমিনার আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উপকমিশনার এসএম শামীমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যশোর- (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

অনুষ্ঠানে ক্তব্য রাখেন যুগ্ম কমিশনার মশিউর রহমান, অতিরিক্ত কমিশনার . মো. নেয়ামুল ইসলাম, যশোর কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহম্মদ জাকির হোসেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

হিলি: হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষ একে অপরকে মিষ্টি ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। গতকাল বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম ভারতের হিলি কাস্টমসের সহকারী কমিশনার এসকে প্রধান দুই দেশের কাস্টমসের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। সময় সেখানে দুই দেশের কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিজিবি বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন